Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

প্রতিষ্ঠালগ্ন হতে  পর্যন্ত বিআরডিবি ১১৪টিরও অধিক প্রকল্প/কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণে কৃষিজ সম্পদের উৎপাদন বৃদ্ধিপল্লী এলাকার কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক দরিদ্র  সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র দূরীকরণের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিআরডিবি মূল অর্জন ৯৪৪৬৭টি প্রাথমিক এবং কেন্দ্রীয় ৬৬৯টি সমবায় সংগঠনযার আওতায় সেবা গ্রহীতা মোট সক্রিয় সমবায়ী নারী-পুরুষের সংখ্যা ২২৮৭৮৯৪জন। এছাড়া দারিদ্র্য বিমোচন কার্যক্রমের আওতায় গঠনকৃত ৬৪৭৪৪টি অনানুষ্ঠানিক দল (পল্লী উন্নয়ন দল), যার আওতায় সেবাগ্রহীতা ১৭.১৬ লক্ষ বিত্তহীন দরিদ্র নারী-পুরুষ।

এছাড়া বিভিন্ন সময়ে কৃষক সমবায় সমিতির মাঝে স্থাপিত ১৮,৪৬০টি গভীর নলকূপ বিআরডিবি সাফল্যের অন্যতম দিকযার মাধ্যমে এদেশে কৃষি উৎপাদনে বিপ্লব সাধিত হয়। 

বিআরডিবি কার্যক্রমের স্বীকৃতিঃমূল্যায়ন:

পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক পল্লী উন্নয়নে বিআরডিবি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যা অভ্যন্তরীণ   আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেযেমন-

(বিআইডিএস (BIDS) বিআরডিবি সার্বিক কার্যক্রম সমীক্ষা করে নিম্নোক্ত মন্তব্য প্রদান করেছেঃ

(শিক্ষাস্বাস্থ্যপুষ্টিনেতৃত্ব এবং social mobility ক্ষেত্রে বিআরডিবি সাফল্য প্রশংসনীয়শিক্ষার হার কার্যক্রম এলাকায় ৬৪এবং নিয়ন্ত্রিত এলাকায় ৫২%;

(অকৃষি কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধি পেয়েছে এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃজনের বৃদ্ধিজনিত হার লক্ষ্যনীয়কার্যক্রম এলাকায় ১৮এবং নিয়ন্ত্রিত এলাকায় %;

(সামাজিক সচেতনতানারীর ক্ষমতায়নের হার উৎসাহজনক;

(বিআরডিবি ভোক্তা শ্রেণীর জমির মালিকানা অর্জনের হার ক্রমাগত উর্দ্ধমুখী। ইহা আয় বৃদ্ধি  সম্পদ আহরনের অন্যতম নির্দেশককার্যক্রম এলাকায় ৪০এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৭%;

(খাদ্য নিরাপত্তার সুযোগ সৃষ্টি হওয়ায় দারিদ্র্যতা অনেকাংশে হ্রাস পেয়েছেদিনে দুবেলা খাবার গ্রহণের হার কার্যক্রম এলাকায় ৮০এবং নিয়ন্ত্রিত এলাকায় ৬৯%;

(বিআরডিবির কর্মচাঞ্চল্যের সুবাদে সঞ্চয়ের হার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছেকার্যক্রম এলাকায় ৯৫এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৮%;

(বিআরডিবি দারিদ্র্য বিমোচনের কার্যক্রমের ফলে দারিদ্র্যতা নিরসন ক্ষেত্রে লক্ষনীয় উন্নয়ন ঘটেছেকার্যক্রম এলাকায় ২৪এবং নিয়ন্ত্রিত এলাকায় ৩৫.% কিন্তু দারিদ্র রেখা কার্যক্রম এলাকায় ১৬এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৬%;

বিআরডিবি সার্বিক কর্মকান্ডের ফলে জাতীয় পর্যায়ে জিডিপিতে বিআরডিবি অবদানের পরিমান হচ্ছে প্রায় .৯৩%;